স্পোর্টস ডেস্ক : উয়েফা সুপার কাপ দিয়ে চলতি মৌসুমে প্রথম কোন প্রতিযোগিতামূলক ম্যাচে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। তবে সেভিয়ার বিপক্ষে রিয়াল এ ম্যাচে দলে পাচ্ছে না সেরা দুই তারকা রোনালদো ও বেলকে। এ দুইজন ছাড়াও দলে নেই টনি ক্রুস, কেইলর নাভাস ও পেপে।
এর আগে ইউরোর ফাইনালে হাঁটুর চোট পাওয়ায় এখনও বিশ্রামে আছেন পর্তুগালের অধিনায়ক রোনালদো। এছাড়া ওয়েলসের ফরোয়ার্ড বেল, জার্মানির মিডফিল্ডার ক্রুস আর পর্তুগালের ডিফেন্ডার পেপে ম্যাচ খেলার মতো অবস্থায় নেই। আর নাভাস গত জুনে অ্যাকিলিসে অস্ত্রোপচার করিয়েছেন।
চ্যাম্পিয়ন্স লিগ জয়ী রিয়াল ও ইউরোপা লিগ জয়ী সেভিয়ার মধ্যে উয়েফা সুপার কাপের ম্যাচটি হবে আগামী মঙ্গলবার নরওয়ের ত্রোন্দহাইমে। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত পৌনে একটায়।