নিজস্ব প্রতিবেদক: কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত ও অপর তিনজন আহত হয়েছেন।
আজ (মঙ্গলবার) ভোর ৪টার দিকে রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের খেতারচর সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১০৫৪-এর কাছে এ ঘটনা ঘটে। নিহত নুরুল আমিন (৩২) দাঁতভাঙ্গা ইউনিয়নের খেতারচর এলাকার মোকছেদ আলীর ছেলে। এ ঘটনায় জাহেদুল (২২), রফিকুল ইসলাম (২৫) ও সাদ্দাম (২৩) নামে তিন ব্যক্তি আহত হয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-৩৫ ব্যাটালিয়নের দাঁতভাঙ্গা ফাঁড়ির কমান্ডার সুবেদার আব্দুল আজিজ জানান, নুরুল আমিন একজন গরু ব্যবসায়ী। ভোরে ভারত থেকে গরু নিয়ে বাংলাদেশে ফিরছিলেন তিনি। পথে ভারতের দীপচর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এ ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে চিঠি দেয়া হয়েছে।
নিহত ব্যক্তির পরিবারের সদস্যদের দাবি, মঙ্গলবার ভোরে মাছ ধরার জন্য সীমান্ত লাগোয়া জিঞ্জিরাম নদীতে গিয়েছিলেন নুরুল আমিন। তার সঙ্গে একই গ্রামের জাইদুল ইসলাম ও সাদ্দাম হোসেন নামে আরও দু’জন ছিলেন। বিএসএফ বিনা কারণে তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে নুরুল আমিনের মৃত্যু হয়। তবে এসময় অন্য দু’জন পালিয়ে আসতে সক্ষম হন।
এর আগে গত বৃহস্পতিবার (৪ আগস্ট) ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে বাংলাদেশি এক গরু ব্যবসায়ী নিহত হন। গুলিতে নিহত ব্যক্তির নাম আলম হোসেন (২৫)। তিনি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার যাদবপুর গ্রামের আবদুস সামাদের ছেলে।