স্পোর্টস ডেস্ক : দলকে টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন করার পরও নেতৃত্ব হারাতে হল ড্যারেন স্যামিকে। তার পরিবর্তে ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নির্বাচিত করা হয়েছে কার্লোস ব্র্যাথওয়েইটকে। আগামী ২৭ ও ২৮ আগস্ট ফ্লোরিডায় ফোর্ট লডারডেলে ভারতের বিপক্ষে অনুষ্ঠিতব্য দুটি টি-টোয়েন্টি ম্যাচে ব্র্যাথওয়েইট ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দিবেন।
নতুন অধিনায়ক নির্বাচন প্রসঙ্গে নির্বাচক কমিটির চেয়ারম্যান কার্টনি ব্রাউন বলেছেন, `টি-টোয়েন্টি ফর্মেটে ব্র্যাথওয়েইট অন্যতম প্রতিভাবান একজন খেলোয়াড়। ক্রিকেটের প্রতি তার প্রতিশ্রুতি তরুণ ও ভবিষ্যতের খেলোয়াড়দের জন্য অনুপ্রেরণাই বটে। ব্র্যাথওয়েইটের নেতৃত্বে ভারতের বিপক্ষে আমরা একটি প্রতিদ্বন্দ্বীতামূলক সিরিজ আশা করছি।`
ছয় বছরের মেয়াদ শেষে গত শুক্রবার স্যামিকে অধিনায়কের পদ থেকে অব্যাহতি দেয়া হয়। তার নেতৃত্বে ২০১২ ও ২০১৬ টোয়েন্টি২০ চ্যাম্পিয়নশীপে ওয়েস্ট ইন্ডিজ সাফল্য অর্জন করেছিল।
ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দল : কার্লোস ব্র্যাথওয়েইট (অধিনায়ক), আন্দ্রে ফ্লেচার, আন্দ্রে রাসেল, ক্রিস গেইল, ডুয়াইন ব্র্যাভো, এভিন লুইস, জেসন হোল্ডার, জনসন চার্লস, কাইরন পোলার্ড, লেন্ডল সিমন্স, মারলন স্যামুয়েলস, স্যামুয়েল বাদ্রি, সুনীল নারিন।