নিজস্ব প্রতিবেদক: প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে টিকে থাকতে তৈরি পোশাকের উৎপাদনে বৈচিত্র্য আনতে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ।
বিজিএমইএ’র সভাপতি মো. সিদ্দিকুর রহমানের নেতৃত্বে সমিতির ২৫ সদস্যের একটি প্রতিনিধিদল মঙ্গলবার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে এ আহ্বান জানান তিনি।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন বৈঠক শেষে এ তথ্য নিশ্চিত করেছেন।