আন্তর্জাতিক ডেস্ক : সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশের নেয়া নানা পদক্ষেপে আমেরিকা সন্তুষ্ট বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। আজ (বৃহস্পতিবার) দুপুরে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ নেতাদের সঙ্গে বৈঠক শেষে, এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
রাষ্ট্রদূত বলেন, রাজধানীর গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলার পর বাংলাদেশের নেয়া নানা পদক্ষেপে আমরা সন্তুষ্ট। তবে বাংলাদেশের আরও অনেক কাজ করতে হবে। আমরা বাংলাদেশ সরকারের প্রতি তাদের কাজের বিষয়ে স্বচ্ছ থাকতে বলেছি। কারণ এতে করে নানা বিষয়ে পর্যালোচনা করতে পারবো। নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ নানা পদক্ষেপ নিচ্ছে যা প্রশংসার দাবি রাখে।
তিনি আরো বলেন, আমরা বিদেশি ব্যবসায়ীদের বাংলাদেশের সঙ্গে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি। ব্যবসায়ীরাও বাংলাদেশের প্রতি আগ্রহী। সব বিষয়ে আমরা বাংলাদেশের পাশে থাকবো।
এদিকে, বাংলাদেশে সন্ত্রাসী কার্যকলাপ বন্ধে ভারত সব ধরনের সহযোগিতা করবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এ বিষয়ে উভয়দেশ পরস্পরকে সহযোগিতা করতে একমত বলে জানান তিনি।
আজ (বৃহস্পতিবার) দুপুরে সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।
তিনি আরো বলেন, ভারতের বাজারে বাংলাদেশি পণ্যের প্রচুর চাহিদা রয়েছে। পাটসহ কিছু পণ্য ভারতে রফতানির ক্ষেত্রে কিছু জটিলতা রয়েছে। এ জটিলতা দূর করে রফতানি বৃদ্ধির বিষয়ে উভয় দেশ একমত হয়েছে।
ভারতের রাষ্ট্রদূত বলেন, ভারত ও বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক দ্রুত এগিয়ে যাচ্ছে। ভারতের বাজারে বাংলাদেশি পণ্যের রফতানি আগের তুলনায় বেড়েছে। ভারতে বাংলাদেশে যে কোন ধরনের বিনিয়োগকে স্বাগত জানানো হবে।
তিনি আরো বলেন, ভারত সন্ত্রাসবিরোধী কাজের বিরুদ্ধে সবধরনের সহযোগিতা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। ভারত ও বাংলাদেশের মধ্যে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ কাজ করছে। ব্যবসা ও বাণিজ্য বৃদ্ধির জন্য প্রয়োজনীয় সবকিছু করা হবে।