আন্তর্জাতিক ডেস্ক : গত তিন বছরে তিনটি দেশ থেকে ভারতের ইসলামি বক্তা জাকির নায়েকের ব্যাংক অ্যাকাউন্টে ৬০ কোটি রুপি জমা হয়েছে। মুম্বাই পুলিশের তদন্তে এ তথ্য বেরিয়ে এসেছে। পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে টাইমস অব ইন্ডিয়াকে বলেন, এই অর্থ নায়েকের পরিবারের সদস্যদের পাঁচটি অ্যাকাউন্টে স্থানান্তর হয়েছে।
মুম্বাই পুলিশ বলছে, তারা এই অর্থে বিষয়ে তদন্ত করে স্থানান্তরের বিস্তারিত তথ্য পেয়েছেন। পুলিশের ওই কর্মকর্তা বলেন, এই অর্থ কী উদ্দেশ্যে তার অ্যাকাউন্টে এসেছিল তা আমরা এখনো জানি না। আমরা তদন্ত করে এই অর্থ সম্পর্কে তথ্য পেয়েছি। জাকির নায়েকের পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টে এই অর্থ স্থানান্তর হয়েছে।
পুলিশের ওই কর্মকর্তা বলেন, অর্থ জাকির নায়েকের এনজিও ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে (আইআরএফ) আসেনি। তবে অ্যাকাউন্টগুলো নায়েকের। পুলিশ নায়েক এবং আইআরএফ- এর আর্থিক লেনদেনের তদন্ত করছে।
তবে এ বিষয়ে এখনো আইআরএফ’র কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করা হয়নি। পুলিশ কর্মকর্তা বলেন, আমরা অর্থের উৎস সম্পর্কে জানতে তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে পারি। দাতা ও নায়েকের মধ্যে যোগাযোগের বিষয়েও জিজ্ঞাসাবাদ করা হবে।
জাকির নায়েকের এনজিও ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন শিক্ষার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত করা হলেও ধর্মীয় বিষয়ে তহবিল গঠন করেছে। এ বিষয়েও দেশটির আইন লঙ্ঘন হয়েছে কিনা সে বিষয়েও তদন্ত হতে পারে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
তবে জাকির নায়েকের ঘনিষ্ঠ একটি সূত্র বলছে, অবৈধ অর্থ স্থানান্তর হয়নি। এ অর্থ ব্যাংক অ্যাকাউন্টে এসেছিল এবং আইআরএফের ২০১৫ সালের সব ধরনের রেকর্ড আয়কর বিভাগের কাছে রয়েছে।
গত ১ জুলাই ঢাকার গুলশানের হলি আর্টিজান রেস্তাঁরায় হামলাকারী দুই জঙ্গি জাকির নায়েকের বক্তৃতায় উদ্বুদ্ধ হয়েছিল বলে বাংলাদেশ দাবি করে। এ ঘটনার পর ভারতে গোয়েন্দা কর্মকর্তাদের নজরে আসে জাকির নায়েক ও তার প্রতিষ্ঠান আইআরএফ। গত মাসে কেরালা পুলিশ আইআরএফের সঙ্গে সংশ্লিষ্ট দুই ইসলামি বক্তা আরসি কোরেশি ও রিজওয়ান খানকে গ্রেফতার করে।