নিজস্ব প্রতিবেদক : সৌদি আরবের রিয়াদে সোফা কারখানায় আগুন লেগে চার বাংলাদেশির মৃত্যু হয়েছে।
মৃত ব্যক্তিরা হলেন- নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা গ্রামের মৃত শহীদ আলীর ছেলে সাদ্দাম হোসেন (২০), একই গ্রামের মৃত আজহার আলীর ছেলে ওয়াসিম (৩০), মৃত গফুর আলীর ছেলে জামাল উদ্দিন (৩৮) ও সেকেন্দার আলীর ছেলে আমিনুল রহমান (৩০) ।
সাদ্দাম হোসেনের বড় ভাই শামসুল আলম বলেন, ‘অনেক ধার করে দুই বছর আগে ছোট ভাইকে সৌদি আরব পাঠায়। বুধবার রাতে খবর পাই-সেখানে শর্টসার্কিট থেকে আগুন লেগে আমার ভাইসহ চারজন মারা গেছে।’