আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন বিমান বাহিনীতে চলতি বছরের শেষ নাগাদ ৭০০’ ফাইটার পাইলটের ঘাটতি দেখা দেবে। এ ঘাটতি কাটাতে দেশটিকে হিমশিম খেতে হচ্ছে বলে জানা গেছে।
ঘাটতি কাটানোর অংশ হিসেবে ড্রোন পরিচালনাকারী পাইলটদের এক নতুন প্রস্তাব দেয়া হয়েছে। তাদেরকে বলা হয়েছে, তারা যদি নতুন করে এক বছরের জন্য চুক্তি নবায়ন করেন তাহলে তাদেরকে ৩৫,০০০ ডলার বোনাস দেয়া হবে। আগে এ বাবদ ২৫,০০০ ডলার দেয়া হতো। আমেরিকার বিমান বাহিনী সংক্রান্তমন্ত্রী ডিবোরা লি জেমস পেন্টাগনে সাংবাদিকদের এ তথ্য জানান।
এ ছাড়া, চাকরি অব্যাহত রাখলে সব পাইলটের বোনাস বাড়ানোর জন্য সরকারের কাছে ক্ষমতা চেয়েছে মার্কিন বিমান বাহিনী। পাশাপাশি পাইলটদের জীবন মান, চাকরির শর্ত, প্রশিক্ষণ এবং গৃহায়নের সুযোগ সুবিধা বাড়াতে চান মন্ত্রী জেমস এবং মার্কিন বিমান বাহিনী প্রধান জেনারেল ডেভিড গোল্ডফেইন।
বেসামরিক এয়ার লাইন্সগুলো অধিকহারে বেতন-ভাতা এবং সুযোগ সুবিধা দিয়ে বিমান বাহিনীর পাইলট বিশেষ করে ফাইটার পাইলটদের লুফে নেয়। এতে অনেক দিন ধরেই পাইলট সংকটে ভুগছে মার্কিন বিমান বাহিনী। আগামী কয়েক বছরের মধ্যে পাইলট ঘাটতির সংখ্যা বেড়ে এক হাজারে পৌঁছাবে বলে জানিয়েছেন বিমান বাহিনী সংক্রান্তমন্ত্রী ডিবোরা লি জেমস।