বিনোদন ডেস্ক :
শোনা যাচ্ছে, করণ জোহরের পরবর্তী অ্যায় দিল হ্যায় মুশকিলসিনেমায় একটি ক্যামিও চরিত্রে হাজির হবেন শাহরুখ। এতে ঐশ্বরিয়ার প্রেমিকের ভূমিকায় দেখা যাবে এ অভিনেতাকে। এর আগে মহব্বতে সিনেমায় শাহরুখের প্রেমিকার রূপে ক্যামিও চরিত্রে হাজির হয়েছিলেন ঐশ্বরিয়া।
গুঞ্জন উঠেছে, অ্যায় দিল হ্যায় মুশকিল সিনেমাটি বলিউডের দুসরা আদমি (১৯৭৭) সিনেমার রিমেক। সেখানে অভিনেত্রী রাখির প্রেমিকের ভূমিকায় দেখা গিয়েছিল শশী কাপুরকে। এই চরিত্রেই এবার হাজির হবেন শাহরুখ।
করণ জোহর পরিচালিত এ যাবৎ প্রায় সব সিনেমাতেই অভিনয় করেছেন শাহরুখ। কিন্তু এ অভিনেতাকে ছাড়া যখন করণ অ্যায় দিল হ্যায় মুশকিল সিনেমার ঘোষণা দিয়েছিলেন তখন অনেকেই অবাক হয়েছিলেন। তবে শেষ পর্যন্ত এ সিনেমাতেও শাহরুখকে রাখছেন করণ।
এদিকে এরই মধ্যে আলোচনায় অ্যায় দিল হ্যায় মুশকিল সিনেমাটি। সিনেমায় ঐশ্বরিয়া রাই বচ্চন ছাড়াও রয়েছেন রণবীর কাপুর, ফাওয়াদ খান, আনুশকা শর্মা প্রমুখ। আগামী মাসে সিনেমাটির ট্রেইলার প্রকাশ করা হবে বলে জানা গেছে। চলতি বছরের ২৮ অক্টোবর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।