বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। ‘রানাপ্লাজা’ সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে ঝুঁকিপূর্ণ দৃশ্যে অভিনয় করেছেন তিনি।
এবার আরো ঝুঁকিপূর্ন দৃশ্যের শুটিং করতে দেখা গেল এই অভিনেত্রীকে। আজ শনিবার (১৩ আগস্ট) বিএফডিসিতে বহুল আলোচিত ওয়াজেদ আলী সুমনের ‘রক্ত’ সিনেমায় টর্চার সেলে ওয়াটার হুইলের মতো শ্বাসরুদ্ধকর জায়গায় শুটিং করছেন তিনি।
টর্চার সেলে একটি গভীর নলকূপে ওয়াটার হুইল বসানো হয়েছে। এতে পরীকে বেঁধে পানির মধ্য দিয়ে ঘুরানো হয়। তখন কিছু সময়ের জন্য শ্বাস বন্ধ করে পানির ভেতর দিয়ে ঘুরে আসতে হয় তাকে। বিষয়টি খুবই ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।
এ সেট নির্মাণ করতে মোট ১৮ লাখ টাকা ব্যয় হয়েছে বলে রাইজিংবিডিকে জানিয়েছেন সিনেমাটির নির্মাতা ওয়াজেদ আলী সুমন।
এ প্রসঙ্গে ওয়াজেদ আলী সুমন বলেন, ‘রিয়েলিটি বুঝাতেই ঝুঁকিপূর্ণ দৃশ্যের শুটিং করছি। এ ধরনের দৃশ্যের শুটিং এর আগে কখনো বাংলাদেশে করা হয়নি। এছাড়া এ সিনেমায় পরীকে আরো কিছু ঝুঁকিপূর্ণ দৃশ্যে দর্শক দেখতে পাবেন।’
এ প্রসঙ্গে পরীমনি বলেন, ‘এই টর্চার সেলে শত্রুরা আমাকে টর্চার করবে। ওয়াটার সেলের সঙ্গে বাঁধা অবস্থায় বেশ কয়েকবার আমাকে পানির মধ্যে ডুব দিয়ে ঘুরে আসতে হবে। দৃশ্যটি অনেক ঝুঁকিপূর্ণ জেনেও কাজটি করছি।’
এমন দৃশ্যে পরীমনির সঙ্গে অভিনয় করছেন অভিনেতা অমিত হাসান। ব্যয়বহুল এ সিনেমায় পরীর বিপরীতে অভিনয় করছেন নবাগত রোশন। এ ছাড়াও আরো অভিনয় করছেন আশীষ বিদ্যার্থীসহ অনেকে।
জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত এ সিনেমাটি ঈদুল আযহায় মুক্তি পাওয়ার কথা থাকলেও শুটিং সম্পন্ন না হওয়া ঈদে মুক্তি পাচ্ছে না।