ক্রীড়া ডেস্ক :
আন্তর্জাতিক ম্যাচের বিরতি শেষে আবার বার্সার হয়ে মাঠে নেমেছেন মেসি। কয়েকদিন আগে সাম্পাদোরিয়ার বিপক্ষে কাতালান ক্লাবটিতে গাম্পার ট্রফি জেতাতে জোড়া গোল করেন তিনি। আর এই গোলের মধ্য দিয়ে আবারও বুঝালেন দীর্ঘ বিরতির পরও চেনারূপে শুরু করতে সূচনা লাগে না তার। তাই আর্জেন্টিনা এই দলপতিকেই সর্বকালের সেরা বলে দাবি করেছেন ডেভিড সিলভা।
জাতীয় দলের জার্সিতে সর্বশেষ তিনটি বড় আসরের শিরোপা জিততে ব্যর্থ হলেও ক্লাবের জার্সিতে উজ্জ্বল মেসি। তার শোকেসে ছোট বড় সব মিলিয়ে ৩০টি ট্রফি সাজানো আছে। তাই বিশ্বকাপ না জিতলেও ম্যারাডোনা, পেলেকে ছাপিয়ে মেসিকেই সর্বকালের সেরা বলে দাবি করেছেন সিলভা।
মেসিকে সেরা দাবি করে বার্সার প্রাক্তন তারকা সিলভা বলেন, ‘আমরা কাছে মেসিই সেরা ফুটবলার। আমি আশা করছি মেসি খেলা চালিয়ে যাবে কেননা তাকে ছাড়া ২০১৮ রাশিয়া বিশ্বকাপ ভিন্ন রকম মনে হবে।’