আন্তর্জাতিক ডেস্ক :
এসডিএফ জানিয়েছে, দুই বছর আগে আইএস মানবিজ দখল করে। এই শহরটির মধ্য দিয়ে আইএস যোদ্ধারা ইউরোপে প্রবেশ করত। এ ছাড়া বিদেশি যোদ্ধারা আইএসের রাজধানী রাকায় যাওয়ার জন্য এই পথ ব্যবহার করত। তাই কৌশলগতভাবে শহরটির গুরুত্ব অনেক বেশি।
গত মে মাসে মার্কিন স্পেশাল ফোর্সের সহযোগিতায় অভিযানে নামে এসডিএফ। গত সপ্তাহে তারা মার্কিন সামরিক জোটের বিমান হামলার সহযোগিতাও পায়। ওই সময় মানবিজের প্রায় অর্ধেক এসডিএফের দখলে চলে আসে।
সিরিয়ার কুর্দিদের নেতা সালিহ মুসলিম জানিয়েছেন, চূড়ান্ত লড়াইয়ের দিন আইএস শহরের বাসিন্দাদের মানববর্ম হিসেবে ব্যবহার করেছিল। শহরটি মুক্ত হওয়ার পর এখন আর আইএস সদস্যরা স্বাধীনভাবে ইউরোপ থেকে আসা-যাওয়া করতে পারবে না।
এদিকে শহরটি দখলের পরপর আইএসের হাতে বন্দি থাকা ২ হাজার বেসামরিক নাগরিককে মুক্ত করেছে এসডিএফ।
এসডিএফের সহযোগী মানবিজ মিলিটারি কাউন্সিলের সদস্য শারফান দারউইস বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘শহর এখন পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে। তবে আমরা এখন পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছি।’ শহরে আইএসের স্লিপিং সেল থাকতে পারে বলেও উল্লেখ করেন তিনি।