নিজস্ব প্রতিবেদক : নিউইয়র্কের কুইন্স এলাকায় এক বাংলাদেশি ইমাম এবং তার বাংলাদেশি সহযোগীকে গুলি করে হত্যা করা হয়েছে।
শনিবারে ওজন পার্ক এলাকার আল-ফুরকান জামে মসজিদ থেকে জোহরের নামাজ শেষে হেঁটে বাসায় ফেরার পথে ইমাম ৫৫ বছর বয়সী মাওলানা আলাউদ্দিন আকঞ্জিকে মাথায় গুলি করা হলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। একই ভাবে গুলিতে মারাত্মক ভাবে আহত হন তার সহযোগী ৬৪ বছর বয়সী তারা মিয়া। হাসপাতালে নেয়ার পর মারা যান তিনি। ঘটনার সময়ে উভয়ের পরনে ইসলামি পোশাক ছিল। হামলাকারী দৌড়ে নিরাপদে পালিয়ে যেতে পেরেছে। স্থানীয় সময় দুপুর একটা ৫০ মিনিটে এ ঘটনা ঘটেছে। পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারে নি।
মাওলানা আকঞ্জি মাত্র দু’বছর আগে আমেরিকায় আসেন। কিন্তু অল্প সময়ের মধ্যেই ধার্মিক এবং সদালপী এ মানুষটি সবার মন কেড়ে নিতে এবং শ্রদ্ধা কুড়াতে সক্ষম হয়েছিলেন।
স্থানীয় অধিবাসী ৩৪ বছর বয়সি খায়রুল ইসলাম এ হত্যাকাণ্ডের জন্য মার্কিন রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করেছেন। তিনি বলেন, আমেরিকা মোটেও এ রকম নয়। এ ঘটনার জন্য আমরা ডোনাল্ড ট্র্যাম্প দায়ী বলে মনে করছি। ট্রাম্প এবং তার সঙ্গীরা আমেরিকায় ইসলাম বিদ্বেষী মনোভাব তুঙ্গে নিয়ে গেছে বলে জানান তিনি।
এদিকে ঘটনার পরই ওই এলাকায় ব্যাপক সংখ্যক মুসলমানের সমাবেশ হয়েছে। এতে বর্বরোচিত হত্যাকাণ্ডের কঠোর নিন্দা জানানো হয়।