নিজস্ব প্রতিবেদক : জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনের মাধ্যমে বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক এমপি।
শনিবার মানিক মিয়া এভিনিউ রাজধানী উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
রেলমন্ত্রী বলেন, বাঙালির জাতির পিতা ও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে স্বাধীনতাবিরোধী অপশক্তিকে প্রতিহত করতে হবে।
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা আয়োজিত বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পরিবারবর্গের ৪১তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০১৬ উপলক্ষে এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শিরিন আকতার মঞ্জু।
এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এইচ এন আশিকুর রহমান এমপি, বিশেষ অতিথি ছিলেন জাতীয় গণতান্তিক লীগের সভাপতি আবদুল জলিল।
এসময় আরো বক্তব্য রাখেন, সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান জুয়েল, প্রচার সম্পাদক আনন্দ কুমার সেন প্রমুখ।
পরে বঙ্গবন্ধুসহ তার পরিবারের শহীদ সকল সদস্যের রুহের মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।