নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসের (১৫ আগস্ট) দিনে তাঁর ধানমন্ডির বাড়িতে শ্রদ্ধা জ্ঞাপনের সময় নারীদের হাতব্যাগ না আনতে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে পুলিশ।
শনিবার ধানমন্ডি ৩২ নম্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া একথা বলেন।
তিনি বলেন, এদিন ধানমন্ডি ৩২নং ও রাসেল স্কয়ারসহ পুরো এলাকা সিসি ক্যামেরার আওতায় থাকবে। সকল দর্শনার্থীকে সারিবদ্ধভাবে আর্চওয়ে চেকিংয়ের মধ্য দিয়ে প্রবেশ করতে হবে। নারী দর্শনার্থীদের নারী পুলিশ অফিসার দিয়ে সার্চ করে প্রবেশ করানো হবে। এ সময় আগত দর্শনার্থীদের সব ধরনের দাহ্য পদার্থ, ধারালো বস্তু, ছুরি, চাকু, গ্যাসলাইট, ম্যাচ এবং নারীদের হাতব্যাগ ইত্যাদি না আনার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।
শোক দিবসের অনুষ্ঠানগুলোর সার্বিক নিরাপত্তার ব্যাপারে ডিএমপি কমিশনার বলেন, জনসাধারণের জন্য যা যা প্রয়োজন সেই অনুযায়ী নিরাপত্তা দেয়া হবে। ডগ স্কোয়াড ও সুইপিং করে পুরো এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা হবে। এছাড়া সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ ও রুপটপে নিরাপত্তার ব্যবস্থা থাকবে।