নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগরীর পরিবেশ রক্ষা ও নাগরিক প্রয়োজনে রামপুরা খালটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ উল্লেখ করে খালটি দখল ও দূষণমুক্ত করার দাবি জানিয়েছে বিভিন্ন সংগঠন। শনিবার রামপুরা বাংলাদেশ টেলিভিশনের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।
বক্তারা বলেন, মগবাজার, মধুবাগ, উলন, দাসপাড়া, রামপুরা, খিলগাঁও, মেরুল, বাড্ডা, বেগুনবাড়ীসহ বিশাল এলাকার বৃষ্টির পানি ধারণের অন্যতম প্রধান আঁধার এই রামপুরা খাল। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো সিটি কর্পোরেশনের বর্জ্যসহ বিভিন্নভাবে ক্রমাগত ভরাট আর দূষণের খপ্পরে পড়েছে এই পরিবেশ ও জনগুরুত্ববাহী খালটি। ওই এলাকাসমূহের বর্ষাকালীন জলাবদ্ধতা সমস্যা ও পরিবেশগত দিক বিবেচনায় রামপুরা খালের দখল ও দূষণমুক্ত করা জরুরি হয়ে পড়েছে।
রামপুরা খাল দখল ও দূষণমুক্ত করার দাবিতে এ মানববন্ধনের আয়োজন করে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), পল্লীমা গ্রিন, নাগরিক অধিকার সংরক্ষণ ফোরাম (নাসফ), লাল-সবুজের মেলা, বনশ্রী ক্রিকেট একাডেমিসহ বিভিন্ন সংগঠন।
পবার যুগ্ম-সাধারণ সম্পাদক ও নাসফের সভাপতি হাফিজুর রহমান ময়নার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন পবার চেয়ারম্যান আবু নাসের খান, পল্লীমা গ্রিনের সদস্য সচিব আনিসুল হোসেন তারেক, লাল-সবুজের মেলার সভাপতি আলহাজ এম এ আকরাম মুকুল, বনশ্রী ক্রিকেট একাডেমির সভাপতি শাহ আলম শান্ত প্রমুখ।