স্পোর্টস ডেস্ক : রিও অলিম্পিকে এখন পর্যন্ত খুব বেশি গোল করতে পারেননি নেইমার। কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে ফ্রি-কিক থেকে দুর্দান্ত এক গোল করেছিলেন তিনি। চলমান আসরে এটাই তার একমাত্র গোল। তারপরও সেমিফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ হন্ডুরাস শিবিরে যতো ভয় নেইমারকে নিয়ে? কাল বুধবার রাত ১০টায় (বাংলাদেশ সময়) মুখোমুখি হবে ব্রাজিল-হন্ডুরাস।
অভিজ্ঞ খেলোয়াড় হিসেবে নেইমার অনেকটা এগিয়ে। তাছাড়া ম্যাচের নিয়ন্ত্রণ নিতে বেশ পারদর্শী তিনি। মাঠে যা স্বাগতিক ব্রাজিলকে আরো বেশি উজ্জ্বীবিত করছে। বার্সা তারকাকে নিয়ে সেলেকাওদের ফরোয়ার্ড লুয়ান বলেছিলেন এমনটাই।
সেমিফাইনালে ব্রাজিলের অধিনায়ক নেইমারকে আটকানোর জন্য ছক আঁটছে হন্ডুরাস শিবির। সফরকারী দলের কোচ হোর্হে লুইস পিন্টোর ভাষায়ই তা স্পষ্ট, ‘আমি নেইমারকে নিয়ে ভাবছি, কীভাবে তাকে আটকানো যায়। তাকে বোতলবন্দী করে রাখতে খেলোয়াড় খুঁজছি।’
এর আগেও নেইমারের বিপক্ষে খেলার অভিজ্ঞা রয়েছে পিন্টোর। দেপার্তিভো তাসিরার কোচ থাকাকালীন ব্রাজিলের এই ফুটবলারকে রুখে দিয়েছিলেন তিনি! হন্ডুরাসের কোচ বলেন, ‘দেপার্তিভো তাসিরার বিপক্ষে নেইমার খেলছিল। তখন তাকে আটকে দিয়েছি। আশা করছি, হন্ডুরাসের হয়েও তাকে রুখে দিতে পারবো।’