আন্তর্জাতিক ডেস্ক :
নেপালে সড়ক দুর্ঘটনায় ৩৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবারের ওই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৪৩জন।
নেপালের সংবাদমাধ্যম হিমালয়ান টাইমস-এর খবর থেকে হতাহতের সংখ্যা জানা গেছে। হিমালয়ান টাইমস জানিয়েছে গুরুতর আহত ২৮ জনকে হেলিকপ্টারে করে রাজধানী কাঠমুন্ডুতে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য।
সোমবার দুপুরের দিকে কাভরি জেলার বিরতা দিরালি এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলেই ওই বাসযাত্রীরা মারা গেছেন বলে নিশ্চিত করেছে দেশটির পুলিশ।
তারা বলছে, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় বাসটি সড়ক থেকে ৫০০ মিটার গভীরে পড়ে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ২৮ জনের অবস্থা গুরুতর। এদের হেলিকপ্টারে করে রাজধানী কাঠমুণ্ডতে পাঠানো হয়েছে উন্নত চিকিৎসার জন্য।বাকিদের উদ্ধার করে ধুলিখেলসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর বাসের অনেক যাত্রীই এখনো নিখোঁজ রয়েছেন।পুলিশ নিখোঁজ যাত্রীদের উদ্ধারে অভিযান শুরু করেছে।