স্পোর্টস ডেস্ক : গত বছরটা দুর্দান্ত কেটেছে ক্রিশ্চিয়ানো রোনালদো। রিয়াল মাদ্রিদের হয়ে জিতেছেন উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা। আবার জাতীয় দল হয়েও ইউরোর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন তিনি। এভাবে শিরোপা জয়ের মানসিকতা নিয়ে মাঠে নামেন রোনালদো। যার ভূয়সী প্রশংসা করেছেন রিকার্ডো কাকা।
এক সময় রিয়াল মাদ্রিদে খেলতেন কাকা-রোনালদো। একে অপরকে ভালোভাবেই চেনেন ও জানেন। সতীর্থের মধ্যে লড়াকু মানসিকতায় মুগ্ধ কাকা বলেন, ‘এটা অবিশ্বাস্য যে প্রতি বছরই নিজেকে ছাড়িয়ে যাচ্ছে রোনালদো। আগের বছরের তুলনায় গোলও বেশি করছে! নিজেকে বিশ্বসেরা করার মন্ত্রেই বিশ্বাসী সে।’
গত আট বছর ধরে ব্যালন ডি’অর পুরস্কার ভাগাভাগি করে নিয়েছেন লিওনেল মেসি ও রোনালদো। এই দ্বৈরথের প্রশংসায় কাকা বলেন, ‘সে (রোনালদো) মেসির মতোই অবিশ্বাস্য। কারণ, এই দুজনই সবকিছু জিতে নিচ্ছে! তারা এখনো জিততে চায়। তারা বিশ্বসেরা হতে চায়। এটা আমি উপভোগ করছি।’