বিনোদন ডেস্ক :
ছোটপর্দার জনপ্রিয় সুমাইয়া শিমু আপাতত কোনো নাটক-টেলিফিল্মে কাজ করছেন না। সে কারণে আগামী ঈদে তার অভিনীত নতুন কোনো নাটক প্রচারিত হবে না।
সুমাইয়া শিমু জানান, ‘গেল ৩ আগস্ট আমার বাবা মারা গেছেন। তিনি মারা যাওয়ার পর আমার পরিবার অনেকটা ভেঙে পড়েছে। সেজন্য পরিবারকে সময় দিচ্ছি। আপাতত ঈদের কোন কাজ করছিনা।’
শিমু বলেন, ‘পরিবারের এই পরিস্থিতিতে অভিনয়ের জন্য এই মূহুর্তে আমি নিজেও মানসিক ভাবেপ্রস্তুত নই। এদিকে আবার বাবার শোকে আমার মায়ের শরীরটাও অনেকটা খারাপ। সেজন্য মাকেও দেখভাল করতে হচ্ছে। বর্তমানে মায়ের কাছে আছি। তার সেবাযত্ন করছি। সবমিলিয়ে পুরোপুরি অভিনয়ে ফিরতে আরো কিছুদিন সময় লাগবে।’
উল্লেখ্য, গত বছর ২৮ আগস্ট পারিবারিকভাবে বিয়ে করেন সুমাইয়া শিমু। তার বর নজরুল ইসলাম। যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক বেসরকারি সংস্থা রিলিফ ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর হিসেবে কর্মরত আছেন। বিয়ের যাবতীয় আনুষ্ঠানিকতা সেরে আবারো অভিনয়ে ফিরেছিলেন শিমু। বর্তমানে তার অভিনীত কয়েকটি ধারাবাহিক নাটক প্রচারে আছে।