স্পোর্টস ডেস্ক :
রিও অলিম্পিকে জার্মান ক্যানো দলের কোচ স্টেফান হেঞ্জ গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন। জার্মান অলিম্পিক দলের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
শুক্রবার সতীর্থের সঙ্গে ঘুরতে যাওয়ার সময় তাদের গাড়িটি রাস্তার পাশের দেয়ালে ধাক্কা খেয়ে ক্রিস্টিয়ান তেমন গুরুতর আহত না হলেও মাথায় আঘাত পান হেঞ্জ। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে, জরুরি ভিত্তিতে সার্জারিও করানো হয়। অপারেশনের পরও আশানুরূপ উন্নতি না হওয়ায় হেঞ্জকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ২০০৪ অলিম্পিকে রৌপ্যজয়ী ৩৫ বছর বয়সী এই কোচ।
জার্মান অলিম্পিক স্পোর্টস কনফেডারেশনের সভাপতি আলফন্স হোরমান বলেন, `আমরা খুবই মর্মাহত। আমাদের অলিম্পিক দল ঠিক কতটা আঘাত পেয়েছে, সেটা বলে বোঝানোর মতো যথেষ্ট শব্দ আমার কাছে নেই।`
জার্মান দলের প্রধান কর্মকর্তা মাইকেল ভেসপার বলেন, `রিওতে আসা দলের সবাই ভেঙে পড়েছে। খেলার জন্য এখানে এসেছিল সবাই; কিন্তু সেটি আজ আর মুখ্য ব্যাপার নয়। হেঞ্জের পরিবারের প্রতি সমবেদনা জানাই।`