আন্তর্জাতিক ডেস্ক :
তেহরান, মস্কো ও আঙ্কারার মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক সিরিয়া ইস্যুতে তুরস্কের অবস্থানে ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশা প্রকাশ করেছেন জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার স্থায়ী প্রতিনিধি বাশার আল-জাফারি। সম্প্রতি ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ আশা প্রকাশ করেছেন।
জাফারি বলেন- “ইরান, রাশিয়া ও তুরস্কের মধ্যকার সম্পর্কে নয়া অগ্রগতি জঙ্গি গোষ্ঠী ও সিরিয়া সংকট নিয়ে তুরস্কের নীতিগত অবস্থানের পরিবর্তন ঘটাবে বলে আমরা আশাবাদী।”
তিনি আরো জানান, “সিরিয়া এবং এর মিত্র দেশগুলো বিগত পাঁচ বছর ধরে তুরস্ক সীমান্ত দিয়ে সিরিয়ায় জঙ্গিদের প্রবেশ ও অস্ত্র সরবরাহ বন্ধ করতে তুর্কি কর্মকর্তাদের প্রতি বারবার আহ্বান জানিয়েছেন। কিন্তু তারা আমাদের অনুরোধের প্রতি গুরুত্ব দেন নি। এও ঠিক যে, বিভিন্ন দেশের জঙ্গিরা তুরস্কের অনেক জায়গাকেই নিরাপদ স্বর্গরাজ্য হিসেবে ব্যবহার করে আসছে। তবে যেহেতু সম্পর্কের ‘মেঘমলিন’ আকাশে সূর্যের দেখা মিলেছে সেহেতু এই নতুন অগ্রগতি তুর্কি সরকারের দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটাবে বলে আমরা আশা করছি।”
সিরিয়ার এ কূটনীতিক আরো বলেন, দায়েশ জঙ্গিদের বিরুদ্ধে আন্তর্জাতিক লড়াইয়ে আমেরিকাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এছাড়া, যেসব দেশ জঙ্গিবাদের বিরুদ্ধে আন্তর্জাতিক লড়াই থেকে দূরে থাকতে চায় তাদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে বাশার জাফারি বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে যোগ দিতে না চাওয়াটা যথেষ্ট সন্দেহজনক বিষয়।