আন্তর্জাতিক ডেস্ক :
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামি সমুদ্র সৈকতে জিকা ভাইরাসে আক্রান্ত নতুন পাঁচ রোগীর সন্ধান পাওয়া গেছে। এরপরই গর্ভবতী নারীদের মিয়ামি সমুদ্র সৈকতে এড়িয়ে চলতে বলা হয়েছে।
শুক্রবার সংবাদ সম্মেলনে মিয়ামির গভর্নর রিক স্কট জিকা ভাইরাসের নতুন এলাকা খোঁজ পাওয়ার কথা জানিয়েছেন। স্থানীয় স্বাস্থ্য বিভাগ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।
ফ্লোরিডায় এ পর্যন্ত জিকা ভাইরাসে আক্রান্ত ৩৬ জন রোগীর খোঁজ পাওয়া গেছে। স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয় মিয়ামি সমুদ্র সৈকতের ৩ দশমিক ৯ কিলোমিটার এলাকা জুড়ে জিকা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।
এর আগে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছিলেন, মিয়ামির উত্তরে উইনউডের এক বর্গ কিলোমিটার এলাকা জুড়ে জিকা ভাইরাস ছড়ায়।