আন্তর্জাতিক ডেস্ক :
রাশিয়ার যুদ্ধবিমানগুলো ইরানের ঘাঁটি ব্যবহার বন্ধ করেছে বলে মস্কো যে ঘোষণা দিয়েছে তা নিয়ে সংশয় প্রকাশ করেছে আমেরিকা। সিরিয়ার সন্ত্রাসীদের বিরুদ্ধে হামলার জন্য রুশ বিমানগুলো ইরানের ঘাঁটি ব্যবহার করেছিল। মার্কিন পররাষ্ট্র দফতর বলেছে, ইরানের ঘাঁটি ব্যবহার নিয়ে মস্কোর ঘোষণা পরিষ্কার নয়। ইরানের ঘাঁটি ব্যবহার মস্কো বন্ধ করেছে কিনা সে বিষয়েও নিশ্চিত হওয়া যায় নি বলে দাবি করেছে আমেরিকা।
বিষয়টির ওপর আমেরিকা গভীর ভাবে নজর রাখছে বলেও জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র মার্ক টোনার। এ ছাড়া ইরান-রাশিয়া সহযোগিতাকে, তার ভাষায়, সিরিয়ার “আতঙ্কজনক” পরিস্থিতির অংশ হিসেবে উল্লেখ করেন টোনার। পাশাপাশি তিনি স্বীকার করেন, কি ঘটছে সে বিষয়ে আমেরিকার কাছে তথ্য নেই।
গত সোমবার রুশ বোমারু বিমান ইরানের হামেদান প্রদেশের নোজেহ্ বিমানঘাঁটি থেকে সিরিয়ার সন্ত্রাসীদের ওপর হামলা চালিয়েছে বলে তেহরান ও মস্কো নিশ্চিত করেছে।
অবশ্য ইরানে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত লেভান ডিঝাগারিয়ান বলেছেন, হামেদানের ওই ঘাঁটি থেকে রাশিয়ার সমস্ত সেনা চলে গেছে। ইরানের পররাষ্ট্র দফতরের মুখপাত্র বাহরাম কাসেমিও নোজেহ্ ঘাটি ব্যবহার রাশিয়ার বন্ধ করেছে বলে নিশ্চিত করেছেন।
বাহরাম কাসেমি সাংবাদিকদের বলেন, ইরানে রাশিয়ার কোনো ঘাঁটি নেই। রুশরা নোজেহ্ ঘাঁটি থেকে তৎপরতা চালিয়েছিল তবে তা শেষ হয়ে গেছে।
এদিকে, প্রয়োজনে নোজহ্ ঘাঁটি রাশিয়াকে ব্যবহার করতে দেয়া হবে বলেও ঘোষণা করেছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহ্কান।