নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর কদমতলী থানা এলাকা থেকে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৩ জনকে আটক করেছে পুলিশ। সোমবার মধ্যরাতে কদমতলী থানা পুলিশ তাদের আটক করে।
আটক ৩ জন হলেন- শফিকুর রহমান (৪৫), আ. রশিদ কাইয়ুম (৩৮) ও মিন্টু খান (৪৩)। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এডিসি মোহাম্মদ ইউসুফ আলী।
তিনি জানান, কদমতলী থানার এএসআই মো. হামিদুর রহমান রায়েরবাগ জোড়া সড়ক সংলগ্ন যমুনা ব্যাংকের সামনে হতে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে তাদেরকে আটক করে। এ সময় তাদের কাছে থেকে ১টি ওয়াকিটকি সেট ও ১ জোড়া হ্যান্ডকাপ উদ্ধার করা হয়েছে।
আটকদের বিরুদ্ধে কমদতলী থানায় একটি মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি।