নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর সবুজবাগ থানার উত্তর বাসাবো এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবাসহ মো. হাছান (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিবি (পূর্ব) বিভাগ এর অবৈধ অস্ত্র উদ্ধার ও প্রতিরোধ টিম সোমবার রাতে ইয়াবাসহ তাকে গ্রেফতার করে। জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য ১৮ লাখ টাকা।
ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সিনিয়র সহকারী কমিশনার (এসি) এসএম হাফিজুর রহমান জানান, বিক্রয়ের উদ্দেশ্যে নেশাজাতীয় অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিজ হেফাজতে রেখেছিল মো. হাছান। সে ও তার অন্যান্য সহযোগীরা পরস্পর যোগসাজোসের মাধ্যমে রাজধানীর বিভিন্ন এলাকায় ওই মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। তার বিরুদ্ধে সবুজবাগ থানায় এ সংক্রান্ত নিয়মিত মামলা রুজু করা হয়েছে।