আন্তর্জাতিক ডেস্ক :
মার্কিন সেনা সদরদপ্তর পেন্টাগন হুঁশিয়ারি দিয়ে বলেছে, সিরিয়ার ভেতরেই রাশিয়া ও সিরিয়ার বিমান ভূপাতিত করতে প্রস্তুত রয়েছে আমেরিকা। পেন্টাগন দাবি করছে, সিরিয় ও রুশ বিমান সিরিয়ার উত্তরাঞ্চলে মার্কিন কথিত সামরিক উপদেষ্টাদের জন্য হুমকির কারণ হয়ে উঠেছে।
গত সপ্তাহে সিরিয়ার দুটি বিমানে মার্কিন বাহিনী হামলার চালানোর চেষ্টা করে তবে পরিস্থিতি বিবেচনা করে সিরিয় সেখান থেকে বিমান সরে আসে। এরপর মার্কিন সরকারের পক্ষ থেকে এই হুমকি এল।
পেন্টাগনের মুখপাত্র ক্যাপ্টেন জেফারসন ডেভিস শুক্রবার দাবি করেন, মার্কিন সামরিক উপদেষ্টাদের রক্ষার জন্য আমেরিকার জঙ্গিবিমান সিরিয়ার বিমানকে বাধা দেয়ার চেষ্টা করে। সিরিয়ার বিনা অনুমতিতে মোতায়েন স্পেশাল ফোর্সকে আমেরিকা সামরিক উপদেষ্টা বলে পরিচয় দিয়ে থাকে। মার্কিন এসব সেনা কুর্দি গেরিলাদের সঙ্গে এক হয়ে কাজ করছে।
ডেভিস জানান, সিরিয়ার দুটি এসইউ-২৪ বিমান উত্তরাঞ্চলীয় হাসাকা শহরে কুর্দি গেরিলাদের ওপর হামলা চালায়। তবে মার্কিন বিমান সেখানে পৌঁছালে সিরিয়ার বিমান দুটি সংঘাত এড়ানোর জন্য ফিরে আসে। এসব গেরিলাদেরকে মার্কিন সেনারা প্রশিক্ষণ দিচ্ছে।
এ সম্পর্কে সিরিয়ান আরব আর্মির জেনারেল কমান্ড পরে জানিয়েছে, “কুর্দি গেরিলারা হাসাকা শহরের সরকারি প্রতিষ্ঠানগুলোতে হামলা চালাচ্ছিল এবং তেল ও তুলা লুট করছিল। এছাড়া, তারা সেখানে শিক্ষার্থীদেরকে পরীক্ষা দিতে বাধা দিচ্ছিল, নিরস্ত্র জনগণকে অপহরণ করছিল এবং ওই এলাকায় গোলযোগ ও অস্থিতিশীলতা সৃষ্টি করছিল।”
সোমবার পেন্টাগনের আরেক মুখপাত্র পিটার কুক বলেছেন, “আমরা সিরিয়ার সরকারকে কুর্দি এলাকা এড়িয়ে চলার পারমর্শ দিচ্ছি। আমরা সেখানে মোতায়েন আমাদের সেনাদের রক্ষা করব এবং তাদের রক্ষার জন্য যা করা প্রয়োজন তাই করব।”
পিটার কুক আরো বলেন, “এটি কোনো নো-ফ্লাই জোন নয়: সে কারণে সিরিয়া সরকারের উচিত হবে- মার্কিন নেতৃত্বাধীন জোট যে এলাকায় অভিযান চালাচ্ছে সে এলাকা পরিহার করা।” রাশিয়ার বিমানের বিষয়েও আমেরিকার একই কথা বলে জানান কুক। তিনি বলেন, আমেরিকা তার সেনাদের রক্ষা জন্য সবসময় প্রস্তুত।