নিজস্ব প্রতিবেদক :
সামনের সপ্তাহে ঢাকায় আসছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। দায়িত্ব নেয়ার পর এটাই তার প্রথম বাংলাদেশ সফর। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, ২৯ আগস্ট ঢাকা এসে ওই দিনই আবার দিল্লি চলে যাবেন জন কেরি। খবর বিবিসির।
বাংলাদেশের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রথমবারের মতো এই সফরে কেরি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করবেন। এছাড়া পেশাজীবী, নাগরিক সমাজ এবং গণমাধ্যমে একটি প্রতিনিধিদলের সঙ্গে তার মত বিনিময়ের কথা রয়েছে।
এক বিবৃতি থেকে জানানো হয়েছে, জেনেভা থেকে জন কেরি ঢাকায় আসবেন। এরপর ঢাকা সফর শেষে একই দিনে তিনি দিল্লি যাবেন।
সর্বশেষ ২০১২ সালের মে মাসে যুক্তরাষ্ট্রের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী এবং বর্তমানে প্রেসিডেন্ট পদ প্রার্থী হিলারি ক্লিনটন দুই দিনের সফরে ঢাকা এসেছিলেন।
সম্প্রতি গুলশান হামলার পর যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল বাংলাদেশ সফর করেছেন। এরপর অনেকটা হঠাৎ করেই জন কেরির বাংলাদেশ সফরের বিষয়টি জানানো হয়েছে।
বিশ্বজুড়ে সন্ত্রাস এবং জঙ্গি হামলার প্রেক্ষাপটে বিভিন্ন দেশের সঙ্গে নিরাপত্তা ইস্যুতে সম্পর্ক জোরদারের উপর গুরুত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র। এরই অংশ হিসেবে জন কেরি ঢাকা ও দিল্লি সফর করবেন।