স্পোর্টস ডেস্ক :
বাংলাদেশ জাতীয় দলের জন্য বড় সুসংবাদ, সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ঠিক সময়ই ইংল্যান্ড দল বাংলাদেশে আসছে। তার আগে বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তান ক্রিকেট দল। গতকাল রোববার রাত পৌনে ১০টার দিকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সিরিজের সময়সূচি পরিবর্তন করে নতুন তারিখ জানিয়ে দেন।
সিরিজের পূর্ণ সূচিটা বিসিবি জানিয়েছে আজ সোমবার। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আফগানরা ঢাকায় এসে পৌঁছাবে আগামী ২১ সেপ্টেম্বর। ২২ সেপ্টেম্বর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম অনুশীলনে নামবে সফরকারীরা।
এরপর ২৫ ও ২৮ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর আফগানদের বিপক্ষে সিরিজের ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবেন মাশারাফি-সাকিবরা। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। প্রতিটি ম্যাচের জন্যই রাখা হয়েছে রিজার্ভ ডে।