আন্তর্জাতিক ডেস্ক :
প্রায় ৫০০ আফগান শরণার্থী পরিবার প্রতিদিন পাকিস্তান ছেড়ে নিজেদের দেশে ফিরে যাচ্ছে। জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশন সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, যারা পাকিস্তান ছেড়ে যাচ্ছে তাদের প্রত্যেককেই ৪০০ মার্কিন ডলার করে আর্থিক সহায়তা দেয়া হচ্ছে। শরণার্থীদের দেশে ফেরার বিষয়টি দেখভাল করার জন্য পেশোয়ার ও কোয়েটা শহরে দুটি কেন্দ্রও স্থাপন করা হয়েছে।
শরণার্থীরা আফগানিস্তানে পৌঁছে কান্দাহার, কাবুল ও জালালাবাদের ইউএনএইচসিআর কেন্দ্রে আবেদন করার সাতদিনের মধ্যেই প্রত্যেককে ৪০০ ডলার করে পাচ্ছে। জুনের প্রথম দিকে, জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশন আফগানিস্তানে ফিরতে ইচ্ছুক প্রত্যেক ব্যক্তির জন্য আলাদা প্যাকেজের দ্বিগুণ আর্থিক সহায়তা দেয়ার ঘোষণা দেয়। এই ঘোষণার আগে, আফগানিস্তানে ফেরত শরণার্থীদের ২০০ ডলার করে সহায়তা দেয়া হতো।
তিন দশকেরও বেশি সময় পাকিস্তানে থাকা নিবন্ধিত ও অনিবন্ধিত প্রায় ত্রিশ লাখ শরণার্থীকে নিজ দেশে ফিরতে বাধ্য করার জন্য শক্ত পদক্ষেপ নিয়েছে পাকিস্তান সরকার।
পাকিস্তানের প্রদেশ ও সীমান্ত অঞ্চল বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী আবদুল কাদির বালুচ বলেন, সব আফগান শরণার্থীকে চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে পাকিস্তান ছাড়তে হবে নইলে তাদের ‘অবৈধ অভিবাসী’ হিসেবে গণ্য করা হবে। এই সময়সীমা আর বাড়ানো হবে না বলে তিনি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। সেইসঙ্গে শরণার্থীদের অভিবাসন বিষয়ক কাগজপত্রও বাড়ানো হবে।
আগে, আফগান শরণার্থীদের জন্য ৩১ জুনের মধ্যে পাকিস্তান ছাড়ার সময়সীমা বেধে দেয়া হলেও পাকিস্তান পরবর্তীতে এই তারিখ ৬ মাস পিছিয়ে দেয়।