আন্তর্জাতিক ডেস্ক :
মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা দাবি করেছেন, দেশটির ভোটার নিবন্ধন সংক্রান্ত তথ্যভাণ্ডারে দুই দফা সাইবার হামলার চেষ্টা করেছিল রাশিয়া ভিত্তিক হ্যাকাররা। মার্কিন ইলিনয় অঙ্গরাজ্যে সম্প্রতি এ সাইবার হামলা চালানো হয়েছিল।
হামলার চালিয়ে দুই লাখ ভোটারের তথ্য হাতিয়ে নেয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তারা দেশটির টেলিভিশন চ্যানেল এনবিসি নিউজকে এ কথা জানিয়েছেন।
এতে ব্যাপক উদ্বেগের সৃষ্টি হয়েছে উল্লেখ করে তারা আরো দাবি করেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার নাক গলাতে চাইছে বলে উদ্বেগের সৃষ্টি হয়েছে।
এদের মধ্যে একজন বলেন, মস্কো মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন প্রক্রিয়ায় অনিশ্চয়তা সৃষ্টি করতে চাইছে বলে ধারণা সৃষ্টি হওয়ায় মারাত্মক উদ্বেগ দেয়া দিয়েছে।
এ কর্মকর্তা আরো দাবি করেন, রুশ গোয়েন্দা সংস্থাগুলো এ দুই সাইবার হামলায় জড়িত ছিল।
এ হামলাকে কেন্দ্র করে চলতি মাসে এফবিআই গোটা আমেরিকার নির্বাচনী কর্মকর্তাদের উদ্দেশ্যে সতর্কতা জারি করেছে। এতে ভবিষ্যতে এমন আরো সাইবার হামলা হতে পারে আশংকা ব্যক্ত করে তাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এফবিআই।