আন্তর্জাতিক ডেস্ক:
জাপানে শক্তিশালী টাইফুনে নয়জনের প্রাণহানির ঘটনা ঘটেছে।
বুধবার কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, দেশটির উত্তরাঞ্চলের এক বৃদ্ধাশ্রমে মরদেহগুলো পাওয়া যায়। শহরটি বন্যার পানিতে প্লাবিত হয়েছে।
সরকারি নিউজ চ্যানেল এনএইচকে জানায়, ওই বৃদ্ধনিবাসে বন্যার পানিতে আটকা পড়াদের উদ্ধারে পুলিশ সেখানে গিয়ে মৃতদেহ নয়টি দেখতে পায়।
পুলিশ জানিয়েছে, মৃতদেহগুলো শনাক্তে কাজ করছেন তারা।
জেলা দুর্যোগ ব্যবস্থাপনা অফিসের এক কর্মকর্তা মাটির নীচে চাপা পড়ে নয় বৃদ্ধের মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন।
টাইফুন লিওনরক মঙ্গলবার সন্ধ্যায় জাপানের উত্তরাঞ্চলে আঘাত হানে। এতে ভারী বৃষ্টিপাত ও বন্যা দেখা দেয় এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।