নিজস্ব প্রতিবেদক :
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিউইয়র্ক প্রবাসী এক বাংলাদেশি দম্পতিসহ তিনজন নিহত হয়েছেন। টেক্সাস রাজ্যের নিরাপত্তা দপ্তর নিশ্চিত করেছে যে, স্পটেই দুর্ঘটনা কবলিত গাড়ির যাত্রী টাঙ্গাইলের সন্তান মাহবুবুল সৌরভ (৫৭) ও তার স্ত্রী সাফিনা সৌরভ (৪৮) এবং অপর গাড়ির চালক কার্লস লোপেজ (২৭) মারা গেছেন।
পুলিশ জানায়, স্থানীয় সময় গত রবিবার ভোররাতে নরমাঙ্গী শহরের কাছে ৩৯ নম্বর মহাসড়কে দুই প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটস সংলগ্ন এলমহার্স্টের বাসিন্দা মাহবুবুল সৌরভ ও তার স্ত্রী সাফিনা সৌরভ নিহত হন। নিহত দম্পতির সন্তান গুরুতর আহত শাদাব সৌরভ (২৩)-সহ দু’জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নরমাঙ্গী পুলিশ আরও জানায়, মহাসড়কের দক্ষিণ দিকে গাড়িটি চালিয়ে যাচ্ছিলেন শাদাব সৌরভ। একটি ট্রাফিক সিগন্যালে গাড়িটি মোড় নেওয়ার চেষ্টা করলে দ্রুতবেগে আসা উত্তরমুখী অপর একটি প্রাইভেট কার তাদের গাড়িটিকে সজোরে ধাক্কা দেয়।