বিনোদন ডেস্ক :
প্রয়াত নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের জনপ্রিয় উপন্যাস ‘দেবী’র কাহিনি হুবহু নকল করে ‘ইএসপি, একটি রহস্য গল্প’ শীর্ষক একটি চলচ্চিত্র তৈরি হয়েছে কলকাতায়। ছবিটি পরিচালনা করেছেন পশ্চিমবঙ্গের চলচ্চিত্র নির্মাতা শেখর দাস। গত ২১ আগস্ট ভারতীয় চ্যানেল ‘জি বাংলা সিনেমায়’ ছবিটির ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হয়। এরপরই এদেশের দর্শকরা ছবিটিকে ‘দেবী’ উপন্যাসের নকল বলে দাবি করেন।
পরবর্তীতে বিষয়টি হুমায়ূনপত্নী মেহের আফরোজ শাওনের দৃষ্টিতে আসে। কিন্তু `দেবী` উপন্যাসে কাহিনি নকল করা হলেও কোনো ধরনের কপিরাইট ছাড়াই ছবিটি নির্মিত হয়েছে- এমনটাই দাবি করেছেন শাওন। সে কারণে তিনি আইনি লড়াইয়ের কথা ভাবছেন।
শাওন বলেন, `আমি নিজে বাংলাদেশ ফিল্ম প্রডিউসার অ্যান্ড ডিস্ট্রিবিউটরের সদস্য। এই সংগঠনের সভাপতি নাসিরউদ্দিন ঢিলু আমাকে কলকাতার একটি সংগঠনের কথা বলেছেন, যারা কপিরাইট আইন নিয়ে কাজ করে। তাদের সঙ্গে যোগাযোগ করে আইনি ব্যবস্থায় যেতে বলেছেন তিনি।`
শাওনের কথায়, `দেবী`র সঙ্গে ‘ইপিএস- একটি রহস্য ছবির প্রতিটি ডায়লগ ও সিকোয়েন্সর মিল আছে। পরিচালক শেখর দাস বাংলাদেশের দর্শকদের বোকা ভেবে অপমান করেছেন। আমার বিশ্বাস তিনি ইচ্ছাকৃতভাবে এটি করেছেন।`
মামলা প্রসঙ্গে শাওন বলেন, `আমি কলকাতা বইমেলার জন্য পূর্বনির্ধারিত শিডিউল অনুযায়ী যাচ্ছি। এরমধ্যে এই ঘটনা এসে পড়ায় একসঙ্গেই দুটো কাজ করবো। এটি অধিক গুরুত্ব দিয়ে করবো। হুমায়ূন আহমেদের পরিবারের সদস্য হিসেবে শুধু নয়, তার একজন ভক্ত ও একজন সাধারণ পাঠকের দৃষ্টিকোণ থেকেই আমি এই লড়াইয়ে নামছি। পরিবারের সদস্য হিসেবে আমার আলদা দায় তো রয়েছেই। আমি এর শেষটা দেখেতে চাই।`