আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প মেক্সিকোর প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করতে বুধবার দেশটি সফর করতে যাচ্ছেন।
অভিবাসন বিষয়ে বহুল কাক্ষিত অ্যারিজোনা ভাষণের মাত্র কয়েক ঘণ্টা আগে তিনি এ সফরে যাচ্ছেন।
ট্রাম টুইটারে দেয়া এক বার্তায় বলেন, ‘আমি মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতোর আমন্ত্রণ গ্রহণ করেছি। আমি কাল তার সঙ্গে সাক্ষাৎ করার অপেক্ষায় রয়েছি।’
মেক্সিকোর প্রেসিডেন্টের দফতর তার সফরের খবর নিশ্চিত করেছে। বুধবার তিনি ব্যক্তিগতভাবে প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন।
পেনা নিয়েতোর দফতরের এক বিবৃতিতে বলা হয়, ডেমোক্র্যাটিক দলের মনোনীত প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনের পাশাপাশি রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে আমন্ত্রণ জানানো হয়েছিল।