নিজস্ব প্রতিবেদক :
মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা মীর কাসেম আলীর ফাঁসি যথাযথ আইনি প্রক্রিয়া শেষে যথাসময়েই কার্যকর হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। বুধবার দুপুরে মাগুরার শ্রীপুর ডিগ্রি কলেজ মাঠে জাতীয় শোক দিবসের আলোচনায় তিনি এ কথা বলেন।
গত মঙ্গলবার জামায়াত নেতার রিভিউ আবেদন নাকচ হওয়ার পর মীর কাসেমকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। মীর কাসেম জানিয়েছেন তার নিখোঁজ ছেলের সন্ধান না পাওয়া পর্যন্ত রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবেন না তিনি।
তবে কারা মহাপরিদর্শক ইফতেখারউদ্দিন আহমেদ জানিয়েছেন, এই জামায়াত নেতাকে সিদ্ধান্ত নিতে সর্বোচ্চ সাত দিন সময় দেবেন তারা।
সাম্প্রতিক জঙ্গি হামলা নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘আমাদের নিরাপত্তা বাহিনী তাদের জীবন দিয়ে গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলা প্রতিরোধ করেছে। তারা দেশপ্রেম ও পেশাদারিত্ব দিয়ে মানুষের বন্ধু হয়েছে।’
জঙ্গি তৎপরতায় দেশি ও আন্তর্জাতিক ষড়যন্ত্র এখন চলছে বলেও জানান মন্ত্রী। বলেন, ‘আওয়ামী লীগকে চিরতরে শেষ করে দিতে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর ১৯ বার হামলা হয়েছে। কিন্তু আল্লাহ তাকে ও আওয়ামী লীগকে রক্ষা করেছেন।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে আজ ঈর্ষণীয় উন্নতি হয়েছে। বিশ্ব নেতারাও প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরিও বলে গেছেন, শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধ হচ্ছে বাংলাদেশ।’ দেশের উন্নয়নকে আরো তরান্বি^ত করতে শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে সবার প্রতি আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।