স্পোর্টস ডেস্ক :
ইংলিশ ক্লাব চেলসিতে ফিরলেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার ডেভিড লুইজ। ২০১১ সালে পর্তুগালের ক্লাব বেনফিকা থেকে ২১.৩ মিলিয়ন পাউন্ডে ইংল্যান্ডের ক্লাবটিতে যোগ দেন তিনি। ২০১৪ সাল পর্যন্ত ক্লাবটির হয়ে খেলেন ১৪৩ ম্যাচ।
ওই বছর ৪০ মিলিয়ন পাউন্ডে তিনি ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) যোগ দেন। এই ক্লাবটিতে তিনি তিন মৌসুমে খেলেছেন ৮৯ ম্যাচ। লীগ ওয়ান ও ফ্রান্স কাপে দু’টি করে শিরোপা জিতেছেন তিনি।
মূলত, হোসে মরিনহো চেলসির কোচের দায়িত্ব নেয়ার পর তাকে চেলসি থেকে ছেড়ে দেয়া হয়। তবে মরিনহোর বদলে চেলসির কোচ এখন অ্যান্তনিও কন্তে। এতে ডেভিড লুইজ ফিরে এসেছেন ক্লাবটিতে। ৩৪ মিলিয়ন পাউন্ডে ৩ বছরের চুক্তিতে ফের তিনি অল ব্লু ক্লাবটিতে যোগ দিয়েছেন।
এর আগে তিনি চেলসিতে এফএ কাপ (২০১১-১২), ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগ (২০১১-১২) ও ইউরোপা কাপের (২০১২-১৩) শিরোপা জেতেন। ২০১০ সাল থেকে ব্রাজিল জাতীয় দলের হয় তিনি খেলেছেন ৫৫ ম্যাচ। চেলসিতে ফিরে লুইজ বলেন, ‘চেলসিতে ফিরে আমি খুবই খুশি। ক্লাবকে আরো সাফল্য এনে দেয়ার জন্য আমি অ্যান্তনিও কন্তেকে সহযোগিতা করতে চাই। ক্লাবটির সমর্থকদের সঙ্গে আগ থেকেই আমার সম্পর্ক দারুণ। আমি ফের ব্লু জার্সি গায়ে দিয়ে স্টামফোর্ড ব্রিজে নামার জন্য মুখিয়ে আছি।’