স্পোর্টস ডেস্ক :
অস্ট্রেলিয়াকে টেস্ট সিরিজ হোয়াইটওয়াশ করে আকাশে উড়ছিল শ্রীলঙ্কা। কিন্তু ওয়ানডে সিরিজে সম্পূর্ন ভিন্ন চিত্র।
পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিনটির দু’টিতে হারে তারা। সিরিজ বাঁচানোর জন্য চতুর্থ ম্যাচ জয়ের বিকল্প ছিল না। কিন্তু সেখানে তাদেরকে লজ্জা দিয়ে হারালো ৬ উইকেটে অস্ট্রেলিয়া।
এতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ মুঠে পুরেছে অজিরা। ডাম্বুলায় টস জিতে আগে ব্যাটে গিয়ে ঠিক ৫০ ওভারে ২১২ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। জবাবে ১১৪ বল হাতে রেখে ৪ উইকেট হারিয়ে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।
শুরু থেকেই ব্যাটিং তা-ব চালায় অজি ওপেনার অ্যারন ফিঞ্চ। ৮.১ ওভারেই অস্ট্রেলিয়া তুলে নেয় ১০০ রান। ওয়ানডেতে কোনো দলের বিপক্ষে অস্ট্রেলিয়ার দ্রুততম ১০০ রান তোলার ঘটনা এটি। এতে বাংলাদেশের একটি লজ্জা কাঁধে নিয়েছে শ্রীলঙ্কা।
এর আগে অস্ট্রেলিয়ার দ্রুততম ১০০ রান তোলার ঘটনা ছিল বাংলাদেশের বিপক্ষে। ২০১১ সালের এপ্রিলে মিরপুরে তারা বাংলাদেশের বিপক্ষে ১০০ রান তোলে ১০ ওভারে। কিন্তু সেটা ভেঙে এবার শ্রীলঙ্কার বিপক্ষে নয়া রেকর্ড গড়লো তারা।
অস্ট্রেলিয়ার উদ্বোধনী ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চ এদিন ৩ ছক্কা ও ৮ চারে মাত্র ১৮ বলে ফিফটি করেন। ওয়ানডে অস্ট্রেলিয়ার হয়ে দ্রুততম ফিফটির রেকর্ড এটি। অবশ্য সমান সংখ্যক বল খেলে তারসঙ্গে এই রেকর্ডে ভাগিদার সিমন ও’ডনেল ও গ্লেন ম্যাক্সওয়েল। যথাক্রমে ১৯৯০ ও ২০১৩ সালে তারা ১৮ বলে ফিফটি করেন। এদিন ফিঞ্চ শেষ পর্যন্ত ১৯ বলে ৫৫ রানে আউট হন।
এছাড়া ট্রেভিস হেড ৪০ ও জর্জ বেইলি ৮৫ বলে ৯০ রানে অপরাজিত থাকেন। চতুর্থ উইকেটে তারা গড়েন সর্বোচ্চ ১০০ রানের জুটি। এর আগে শ্রীলঙ্কাকে অল্প রানে গুটিয়ে দেয়ার নায়ক ছিলেন অজি ফাস্ট মিডিয়াম বোলার জন হেস্টিংস। তিনি ৪৫ রানে নেন ৬ উইকেট।
শ্রীলঙ্কার মাটিতে কোনো অজি বোলারের এটি দ্বিতীয় সেরা বোলিং ফিগার। ২০১১ সালে সালে ৩১ রানে ৬ উইকেট নিয়ে শীর্ষে মিচেল জনসন।
শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের মধ্যে এদিন সফল ছিলেন শুধু ধানাঞ্জয়া ডি সিলভা। ক্যারিয়ারের প্রথম চার ওয়ানডেতে তিনি ৯ ও ৬ নম্বরে ব্যাটে নেমে মোট করেন ২৪ রান। কিন্তু পঞ্চম ম্যাচে প্রথমবাররে মতো ওপেনিং করতে নেমে তিনি করলেন ৭৬ রান। শ্রীলঙ্কার হয়ে প্রথম ওপেনিং করতে নেমে সর্বোচ্চ রানের রেকর্ড এটি।