রাজশাহী প্রতিবেদক :
বৃহস্পতিবার রাতে রাজশাহীর চারঘাট উপজেলার হলিদাগাছি ইউনিয়নের গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে। শুক্রবার রাতে সংকটাপন্ন অবস্থায় জিয়াউলকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জিয়াউল চারঘাটের হলিদাগাছি ইউনিয়নের গুচ্ছগ্রামের বাসিন্দা। তার বাবার নাম জালাল উদ্দিন।
জিয়াউলের স্ত্রী মনজুরা বেগম জানান, একই গ্রামের আমিরুল ইসলাম নামে এক ব্যক্তির সঙ্গে তাদের জমি নিয়ে বিরোধ রয়েছে। এই বিরোধের জের ধরে বৃহস্পতিবার রাতে জিয়াউলকে গ্রামের একটি পেঁপে বাগানে নিয়ে তিনজন মিলে মারধর করেন। একপর্যায়ে তার পায়ুপথে জোর করে ছোট আকারের একটি পেঁপে ঢুকিয়ে দেন আমিরুল। তিনজনের মধ্যে শুধু আমিরুলকেই চিনতে পারেন জিয়াউল।
এদিকে পায়ুপথে পেঁপে ঢুকিয়ে দিলে জিয়াউল চিৎকার করেন। এ সময় ওই তিনজন পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। শুক্রবার দুপুর থেকে জিয়াউল পেটে তীব্র ব্যথা অনুভব করলে রাতে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়।
রামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আরিফুল হক বলেন, ‘জিয়াউলের পায়ুপথে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। তার পায়ুপথে অস্ত্রোপচার করা হবে।’
চারঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ জানান, ঘটনা সম্পর্কে ভিকটিমের পরিবার থেকে তাকে কিছু জানানো হয়নি। তবে তিনি ঘটনাটি শুনেছেন। এ ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। ওই পরিবার থানায় অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।