নিজস্ব প্রতিবেদক :
অস্ত্র ও হত্যাসহ ৯ মামলার আসামি টিটন কুমার ওরফে ছোটনকে (৩৭) গ্রেপ্তার করেছে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি থানার পুলিশ।
বায়েজিদ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসিন জানান, ছোটন ভারতে গ্রেপ্তার দুর্ধর্ষ শিবির ক্যাডার সাজ্জাদ হোসেনের সহযোগী। এ ছাড়া চট্টগ্রাম কারাগারে বন্দি সন্ত্রাসী সরওয়ার ও ম্যাক্সনের সঙ্গে নগরীর বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড করতো। তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় খুন, অস্ত্র, চাঁদাবাজিসহ ৯টি মামলা রয়েছে।