নিজস্ব প্রতিবেদক :
ঢামেক সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে মুরাদের লাশ ঢামেক মর্গে আসে। শনিবার সকালে তার লাশের ময়নাতদন্ত হবে।
রূপনগর থানার উপপরিদর্শক জাহাঙ্গীর আলম মুরাদের লাশ ঢামেক মর্গে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।
শুক্রবার রাতে রূপনগর আবাসিক এলাকার ৩৩ নম্বর রোডের একটি বাসায় পুলিশ অভিযান চালায়। এতে জঙ্গি মুরাদ নিহত হন। আহত হন ওসিসহ তিন পুলিশ কর্মকর্তা।
পুলিশ জানায়, মুরাদ নব্য জেএমবির শীর্ষ নেতা তামিম চৌধুরীর ‘সেকেন্ড ইন কমান্ড’।