নিজস্ব প্রতিবেদক :
সাভারের আশুলিয়ায় জাল স্ট্যাম্প তৈরি ও বাজারজাতকরণের অভিযোগে চার ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
এ সময় তাদের কাছ থেকে জাল স্ট্যাম্প ও জাল রেভিনিউ স্ট্যাম্প জব্দ করা হয়। আশুলিয়ার নয়ারহাট বাজারে অবস্থিত রাফি প্রিন্টিং প্রেস-২ এ অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়।
আটককৃতরা হলো রাফি প্রিন্টিং প্রেস-২ এর মালিক ও মানিকগঞ্জ জেলার ধলাই এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে পান্না হাওলাদার (৩০), প্রিন্টিং কারখানার মেশিনম্যান ও মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার বগচর এলাকার শহীদ মোল্লার ছেলে সজিব মোল্লা (২৪), ঢাকার ধামরাই উপজেলার ভাদালিয়া এলাকার আদর আলীর ছেলে রাজ্জাক হোসেন (২০) ও ঢাকার যাত্রাবাড়ির ৭৬/১ বিবির বাগিচা মহল্লার মাসুদ রানা।
র্যাব-৪, সিপিসি-২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আরিব বিন জলিল জানান, আশুলিয়ার নয়ারহাট বাজারে অবস্থিত রাফি প্রিন্টিং প্রেস-২ এর মালিক পান্না হাওলাদার দীর্ঘ দিন ধরে জাল স্ট্যাম্প, জাল রেভিনিউ স্ট্যাম্প ও জাল কোর্ট ফি স্ট্যাম্প প্রস্তুত করে দেশের বিভিন্নস্থানে বিক্রয় করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ওই প্রিন্টিং প্রেস কারখানায় র্যাব-৪ এর একটি দল অভিযান চালায়।
এ সময় প্রিন্টিং প্রেস কারখানা থেকে হাতেনাতে দুইজনকে আটক করা হয়।পরে তাদের তথ্যের ভিত্তিতে আরো দুইজনকে আটক করা হয়। পরে র্যাব সদস্যরা ওই প্রিন্টিং কারখানায় তল্লাশি চালিয়ে প্রায় এক কোটি টাকা মূল্যের জাল স্ট্যাম্প, জাল রেভিনিউ স্ট্যাম্প ও জাল কোর্ট ফি স্ট্যাম্পসহ স্ট্যাম্প তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
র্যাবের এই কর্মকর্তা আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হবে।