নিজস্ব প্রতিবেদক :
পঞ্চগড়ে ট্রাকের চাপায় নারীসহ একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।
নিহতেরা হলো সদর উপজেলার পঞ্চগড় ইউনিয়নের নুনিয়াপাড়া গ্রামের আঞ্জুয়ারা (৪০), তার ছেলে আনোয়ার হোসেন (১৮) ও মেয়ে শারমিন আক্তার (১৫)।
তাদের বাড়ি সদর উপজেলার জগদল গ্রামের সাতমেরা ইউনিয়নের নুনিয়াপাড়ায়।
পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোমিনুল ইসলাম জানান, অটোরিকশায় করে একই পরিবারের ৩ জনসহ আরও কয়েকজন একটি বিয়ের দাওয়াত খেয়ে ফিরছিলেন। পথে ওই মহাসড়কের চারমাইল এলাকায় একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই ৩ জনের মৃত্যু হয়।