নেত্রকোনা প্রতিনিধি :
শনিবার সকালে কাপাসাটিয়া গ্রামের একটি পাটখেত থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। জান্নাতুল দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের দুর্গাশ্রম গ্রামের রুপন মিয়ার স্ত্রী।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান জানান, উপজেলার কাপাসাটিয়া গ্রামের হোসেন আলীর মেয়ে জান্নাতুল আক্তার গত ১৯ জুন স্বামী রুপন মিয়ার সঙ্গে দাওয়াত খাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। শুক্রবার সন্ধ্যায় জান্নাতুলের বাবার বাড়ির পাশের একটি পাটখেতে মাথার চুল দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। শনিবার সকালে মাটি খুঁড়ে লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
বিরিশিরি ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রুহো জানান, একই উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের দুর্গাশ্রম গ্রামের বাবুল মিয়ার ছেলে রুপন মিয়ার সঙ্গে চার বছর আগে জান্নাতুলের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। জান্নাতুল নিখোঁজের পর থেকেই তার স্বামী রুপন মিয়া পলাতক রয়েছেন।
জান্নাতুলের মামা আকরাম আলী মণ্ডল বলেন, ‘হাতের চুড়ি (বালা) ও পরনের কাপড় দেখে আমরা জান্নাতুলের লাশ শনাক্ত করেছি।’