নিজস্ব প্রতিবেদক :
পাবনায় বসন্ত কুমার দাস (৩৫) নামে এক সেবায়েত ছিনতাইকারীদের হামলায় আহত হয়েছেন।
বসন্ত দাস দিনাজপুর সৎসঙ্গ দিয়ার মন্দিরের সেবায়েত। তিনি দিনাজপুর সদর উপজেলার দক্ষিণনগর এলাকার অতুল চন্দ্র দাসের ছেলে।
পাবনার ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ আশ্রমের দায়িত্বপ্রাপ্ত সেবায়েত তপন কুমার হরি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বসন্ত কুমার দাস ট্রেনে চট্টগ্রাম থেকে ভোরে পাবনার ঈশ্বরদী বাইপাস স্টেশনে এসে নামেন। সেখান থেকে সিএনজি চালিত অটোরিকশায় পাবনা শহরে আশ্রমে আসছিলেন। পথে পাথরতলা এলাকায় অজ্ঞাত দুই যুবক তার অটোরিকশায় উঠে তাকে ছুরিকাঘাত করে এবং নগদ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। বিষয়টি পাবনা সদর থানায় জানানোর পর পুলিশ তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে।
চিকিৎসকরা জানান, বসন্ত কুমারের বাঁ পাঁজর, ডান হাত ও ডান পায়ে ছুরিকাঘাত করা হয়েছে। তিনি বর্তমানে শঙ্কামুক্ত।
পাবনার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল হাসান জানান, ধারণা করা হচ্ছে, ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে ছুরিকাঘাত করা হয়েছে। তার অবস্থা শঙ্কামুক্ত। হামলাকারীদের খুঁজে বের করার চেষ্টা চলছে।