আন্তর্জাতিক ডেস্ক:
কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে’এর বিরুদ্ধে অভিযান চালাতে যেয়ে তুরস্কের ১১ সেনা নিহত হয়েছে। তুরস্কের গোলযোগপূর্ণ পূর্বাঞ্চলীয় প্রদেশ মারদিন এবং ভানে পৃথক পৃথক ঘটনায় এ সব সেনা নিহত হয়েছে।
তুর্কি সামরিক কর্মকর্তারা বলেছেন, মারদিনের একটি এলাকায় কুর্দি হামলায় তিন সেনা নিহত হয়েছে। রাজধানী আঙ্কারা থেকে এ স্থানটি প্রায় ১১০০ কিলোমিটার দূরে অবস্থিত। এ ঘটনায় তিন গ্রাম প্রহরী এবং এক গ্রামবাসীও আহত হয়েছে।
এ ছাড়া, ভান প্রদেশের পার্বত্য এলাকায় পিকেকে’এর সদস্যদের সঙ্গে বন্দুক যুদ্ধে আট তুর্কি সেনা নিহত হয়েছে।
এদিকে দক্ষিণপূর্বাঞ্চলীয় তুর্কি প্রদেশ হাককারিতে তুর্কি বাহিনীর ধারাবাহিক বিমান ও স্থল অভিযানে পিকেকে’র ৩৩ সদস্য এবং ৩০ সদস্য আহত হয়েছে। তুর্কি জেনারেল স্টাফ এক বিবৃতিতে এ খবর জানিয়েছে।