ক্রীড়া ডেস্ক :
তার দাবি, চার দিনের ম্যাচের প্রতিযোগিতা আইসিসি ইন্টারকন্টিনেন্টাল কাপে আফগানিস্তানের যে পারফরম্যান্স তাতে তারা টেস্ট খেলার যোগ্যতা রাখে। ক্রিকইনফোকে স্টানিকজাই বলেন, ‘আমরা মনে করি, টেস্ট খেলার জন্য আমরা প্রস্তুত এবং আমরা তা প্রমাণও করেছি।’
এসিবির প্রধান নির্বাহী আরো বলেন, ‘ইন্টারকন্টিনেন্টাল অঙ্গনে প্রবেশের পর আমরা কেবল একবারই হেরেছি। সেটি ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে (২০১৩)। যেখানে আয়ারল্যান্ড আমাদের হারায়। মাল্টি ডে বা চার দিনের ম্যাচে ওটাই কিন্তু আমাদের একমাত্র হার।’
বর্তমানে ২০১৫-১৭ ইন্টারকন্টিনেন্টাল কাপের চার রাউন্ড শেষে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে আছে আফগানিস্তান। আয়ারল্যান্ড শীর্ষে। আফগানরা চার ম্যাচের তিনটি জিতেছে। স্কটল্যান্ডের বিপক্ষে অন্যটি বৃষ্টিতে ড্র হয়েছে। প্রথম শ্রেনির ক্রিকেটে আফগানিস্তানের রেকর্ডও দারুণ। ১৪ জয়, এক হার ও চার ড্র।
ইন্টারকন্টিনেন্টাল কাপে ২০১০ সালে কানাডার বিপক্ষে চতুর্থ ইনিংসে ৪৯৪ রান তাড়া করে জিতেছিল আফগানিস্তান। যেটি কিনা প্রথম শ্রেনির ক্রিকেট ইতিহাসে নবম সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। মোহাম্মদ শাহজাদ খেলেছিলেন অপরাজিত ২১৪ রানের দুর্দান্ত ইনিংস। সেবারের ফাইনালেই স্কটল্যান্ডকে হারিয়ে ইন্টারকন্টিনেন্টাল কাপে প্রথম শিরোপাও জিতেছিল তারা।
সব মিলিয়ে আফগানিস্তান এক ইনিংসে ৪০০ বা এর বেশি রান করেছে ছয়বার। ১০০ ওভারের বেশি ব্যাট করেছে ১১ বার। ইন্টারকন্টিনেন্টাল কাপে শেষ ৬টি জয়ের তিনটিই ইনিংস ব্যবধানে। অন্য তিনটি জিতেছে ১০ উইকেটে, ৮ উইকেটে ও ২০১ রানে।
স্টানিকজাইয়ের দাবি প্রতিটা ফরম্যাটের জন্য আফগানিস্তানের ভিন্ন দল গড়ার সক্ষমতা আছে, ‘প্রতিটা একক ফরম্যাটের জন্য আমাদের সত্যিই ভালো প্যাকেজ আছে। আফগানিস্তান ক্রিকেট দলের দিকে তাকান। প্রতিটা ফরম্যাটের জন্য আমাদের ভিন্ন দল আছে। আমাদের টি-টোয়েন্টি স্পেশালিস্ট আছে। আমাদের ওয়ানডে স্পেশালিস্ট আছে। আমাদের মাল্টি-ডে খেলোয়াড় আছে। এবং এটা শুধু ব্যাটিংয়ে নয়, বোলিংয়েও। আফগানিস্তান টেস্ট খেলার জন্য প্রস্তুত। আইসিসিতে দ্বিস্তর টেস্টের প্রস্তাব পাস হওয়ার অপেক্ষায় আছি আমরা।’
উল্লেখ্য, দ্বিস্তর কাঠামোয় ১২টি দল দুটি স্তরে ভাগ হয়ে টেস্ট খেলবে। প্রথম স্তরে থাকবে টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ সাত দল ও দ্বিতীয় স্তরে শেষ তিন দল। এই তিন দলের সঙ্গে দ্বিতীয় স্তরে যোগ হবে ইন্টারকন্টিনেন্টাল কাপের দুই ফাইনালিস্ট। আফগানিস্তান ইন্টারকন্টিনেন্টাল কাপের শেষ দুই মৌসুমেই ফাইনাল খেলেছে।