বিনোদন ডেস্ক :
মা হারালেন জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ। গতকাল শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় রিয়াজের মা আরজুমান আরা রাজধানীর অ্যাপোলো হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার বয়স হয়েছিল ৮২ বছর।
তার বয়স হয়েছিল ৮২ বছর।
দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন রিয়াজের মা। কয়েক দিন আগে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হন তিনি। তারপরই হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
এ প্রসঙ্গে রিয়াজ জানান, আজ রোববার বাদ আসর গুলশানের আজাদ মসজিদে তার মায়ের জানাজা অনুষ্ঠিত হবে। আগামীকাল সোমবার যশোরের পারিবারিক কবরস্থানে তার মাকে সমাহিত করা হবে। তার মায়ের আত্মার শান্তির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন রিয়াজ।
জাইনুদ্দিন আহমেদ সিদ্দিক ও আরজুমান আরা বেগমের ছয় সন্তানের মধ্যে রিয়াজ কনিষ্ঠ সন্তান।