নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর ধানমন্ডি এলাকায় ছিনতাইকারী সন্দেহে সাগর নামে একজন গণপিটুনিতে নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। সন্দেহভাজন আরেক ছিনতাইকারী পুলিশের গুলিতে আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক)।
পুলিশের ভাষ্য, গণপিটুনির পর গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাগর।
একই ঘটনায় আহতাবস্থায় আটক হয়েছেন হজরত ও বাশার নামের দু’জন। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে শাহবাগ পুলিশ।
শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর জানান, ছিনতাইয়ের ঘটনা শাহবাগ থানাধীন পল্টন এলাকায় ঘটেছে। ভোরে পল্টনের কাছাকাছি এলাকায় ছিনতাইকারীদের একটি চক্র ছিনতাই করছিল। এ সময় তাদের ধাওয়া করে পুলিশ। গাড়ি নিয়ে তারা ধানমন্ডির দিকে পালিয়ে যায়। ধানমন্ডি ৩ নম্বর সড়কে তাদের আটকে দেওয়া হয়। সেখানে উত্তেজিত জনতার গণধোলাইয়ে এক ছিনতাইকারী গুরুতর আহত হয়। পালানোর সময় আরেকজন পুলিশের গুলিতে আহত হয়। এই চক্রের একজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আটক ব্যক্তিদের কাছ থেকে ধারালো অস্ত্র উদ্ধারের দাবি করেন ওসি আবু বকর।
ঢামেক পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস দু’জনকে আহত অবস্থায় ভর্তি করার কথা নিশ্চিত করেছেন। তিনি জানান, এর মধ্যে সাগর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। নিহতের মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রয়েছে।