স্পোর্টস ডেস্ক :
বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচেই গোল উৎসব করলো স্পেন ও ইতালি। লিখটেনস্টেইনের জালে দুই হালি গোল দিয়েছে স্পেন। আর ইসরাইলকে ৩-১ গোলে হারিয়েছে ইতালি।
এতে ‘জি’ গ্রুপের প্রথম ম্যাচেই পূর্ণ ৩ পয়েন্ট আদায় করে নিয়েছে স্পেন ও ইতালি। লিখটেনস্টেইনের ৮-০ গোলে হারাতে ২০১০ সালের চ্যাম্পিয়ন স্পেনের হয়ে দু’টি করে গোল দেন দিয়েগো কস্তা, ডেভিড সিলভা ও আলভারো মোরাতা। আর সার্জি রবার্তো ও ভিতলো একটি করে গোল করেন।
অন্যদিকে ইসরাইলের মাঠে ইতালিকে ম্যাচের ১৪ মিনিটে এগিয়ে দেন গ্রাজিয়ানো পেলে। ৩১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অ্যান্তনিও কান্দ্রেভা। তবে এর চার মিনিট বাদে স্বাগতিকদের ব্যবধান কমান বেন হেইম। কিন্তু ম্যাচের শেষ বাঁশি বাজার ৬ মিনিট আগে ইতালির বড় জয় নিশ্চিত করেন সিরো ইমোবাইল।